ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় যা কুমিল্লা রেলস্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে চম্পকনগরে অবস্থিত। কার্যালয়ের ২৩.৭৫ হেক্টর জমির মধ্যে প্রায় ১৮.৫৬ হেক্টর জমি গবেষণা কাজে ব্যবহ্নত হয়। এ কার্যালয়ের মাঠির ধরন বেলে এটেল দোআঁশ থেকে এটেল। মাটির পিএইচ ৫.৮ অম্ল যুক্ত। এখানকার মাটি রোপা ধান চাষের জন্য খুবই উপযোগী । মাটির জৈব উপাদানের পরিমান শতকরা ১.৬ ভাগ। বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমান ২০০০ মিলিমিটার। ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার গবেষণার মূল উদ্দেশ্য অনুকূল পরিবেশ উপযোগী ধানের জাত উদ্ভাবন, জাত পরিক্ষণ ও চাষাবাদের আধুনিক কলাকৌশল উদ্ভাবন।
সাধারণত এই কার্যালয়ের লক্ষে গবেষণা কার্যক্রম পরিচালনা করা এবং ব্রি গাজীপুর কর্তৃক পরিচালিত গবেষণা কার্যক্রম বাস্তবায়ন ও দেখাশুনা করা। এছাড়াও স্থানীয় অভিযোজন যোগ্য অনুকূল পরিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এ কার্যালয়টি ১ জন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ১ জন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ২ জন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ২ জন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ২৭ কর্মকর্তা-কর্মচারী দ্বারা পরিচালিত হয়।
কুমিল্লা আঞ্চলিক কার্যালয় প্রধানসহ বিজ্ঞানী ও কর্মকর্তা