সাগরদী ও চরবদনা খামারের সমন্বয়ে নয়নাভিরাম পরিবেশে বরিশাল শহরের প্রাণ কেন্দ্রে কার্যালয়টির অবস্থান। আঞ্চলিক কার্যালয়ের মোট আয়তন ৯৬.৫৫ একর। তন্মধ্যে চরবদনা ৭৫.৭৪ একর এবং সাগরদী ২০.৮১ একর। এটি সবচেয়ে পুরাতন পরীক্ষামূলক স্টেশনের মধ্যে একটি যা ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭০ সালে ব্রি’র একটি আঞ্চলিক কার্যালয় হিসেবে হস্তান্তর করা হয়। এই কার্যালয়ের নেতৃত্বে একজন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ৮(আট) জন বৈজ্ঞানিক এবং ২৬ (ছাবিবশ) জন অ-বৈজ্ঞানিক কর্মী রয়েছে।
বরিশাল আঞ্চলিক কার্যালয় প্রধানসহ বিজ্ঞানী ও কর্মকর্তা