বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, সাতক্ষিরা ০১ আগস্ট ১৯৯৯ সালে সাতক্ষিরা শহরের অদুরে ভাড়া বাড়িতে শুরু হয়। তার আগে, ১৯৯৯ সালের ২৫ এপ্রিল আন্তঃ-মন্ত্রনালয় সভার সিদ্ধান্ত মোতাবেক BRRI, BARI এবং BINA কে বিনেরপোতা, সাতক্ষীরাতে ১১৩.৬৭ একর জমি বরাদ্ধ দেওয়া হয়। সে মোতাবেক ১২ মে ২০১১ সনে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ৫৪.৬৯ একর জমি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, সাতক্ষিরা-র অনুকূলে হস্তান্তর করা হয়। অতঃপর ২০১৭ সালের সেপ্টেম্বরের বিনেরপোতা, সাতক্ষীরায় ব্রি, নিজস্ব ভবনে অফিসের কার্যক্রম শুরু হয়। খুলনা বিভাগের চারটি জেলা খুলনা, সাতক্ষিরা, বগেরহাট ও যশোর অত্র কার্যালয়ের অর্ন্তভুক্ত। উল্লেক্ষিত অঞ্চলে বিভিন্ন মাত্রায় অনেক লবনাক্ত জমি রয়েছে । লবনাক্ততার কারণে শুকনা মৌসুমে এই এলাকার অনেক জমি পতিত পড়ে থাকে। মূলতঃ এই লবনাক্ত পরিবেশে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, সাতক্ষিরা জন্মলগ্ন থেকে প্রয়োজনীয় ভুমিকা পালন করে যাচ্ছে।
সাতক্ষিরা আঞ্চলিক কার্যালয় প্রধানসহ বিজ্ঞানী ও কর্মকর্তা