বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, সোনাগাজী ১৯৭৬ সালে বড় ফেনী নদীর উপকুলে ৪৫.৭৭ হেক্টর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে। ভৌগলিক ভাবে প্রতিষ্ঠানটি বাংলাদেশের দক্ষিনপূর্ব অংশে ফেনী জেলা সদর থেকে প্রায় ২৬.৫ কিলোমিটার দক্ষিনে অবস্থিত। বর্তমানে সাগরের উপকুল থেকে এর দুরত্ব প্রায় ২০ কিলোমিটার। লবনাক্ততার কারণে বৃষ্টিনির্ভর রোপা আমন ধানই এই এলাকার প্রধান ফসল। বৃহত্তর চট্টগ্রাম এবং নোয়াখালী অঞ্চলের পাচটি জেলা যেমন চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে বিভিন্ন মাত্রায় অনেক লবনাক্ত জমি রয়েছে। লবনাক্ততা এবং খরার কারণে শুকনা মৌসুমে এই এলাকার অনেক জমি পতিত পড়ে থাকে। মূলতঃ এই লবনাক্ত পরিবেশে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রয়োজনীয় ভুমিকা পালনের জন্যই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, সোনাগাজী প্রতিষ্ঠিত হয়েছে।
সোনাগাজী আঞ্চলিক কার্যালয় প্রধানসহ বিজ্ঞানী ও কর্মকর্তা