সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মে ২০১৯
বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সাফল্য
-
জোয়ার ভাটা উপযোগী উচ্চ ফলনশীল (উফশী) ব্রি ধান৭৬ ও ব্রি ধান৭৭ উদ্ভাবন।
-
জোয়ার ভাটা প্রবণ এলাকার জন্য আধুনিক চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর।
-
ধানের রোগ ও পোকা-মাকড় দমনে কার্যৃকরী ব্যবস্থাপনা উদ্ভাবন।
-
প্রতি বছর বোরো ও আমন মৌসুমে ব্রিডার বীজ উৎপাদন ও ব্রি সদর দপ্তরে প্রেরণ।
-
প্রতি বছর বোরো ও আমন মৌসুমে মান ঘোষিত বীজ উৎপাদন ও বিতরণ।
-
প্রযুক্তি হস্তান্তরের উদ্দেশ্যে কৃষক, কৃষি কর্মী ও সম্প্রসারণ কর্মৃকর্তা ও কর্মৃচারীদের প্রশিক্ষণ প্রদান।
-
আউশ, আমন ও বোরো মৌসুমে আঞ্চলিক কর্মৃশালার আয়োজন।
-
বিভিন্ন মেলায় অংশগ্রহণ।
-
ব্রি উদ্ভাবিত জাত ও প্রযুক্তি জনপ্রিয়করণে লক্ষ্যে প্রদশনী স্থাপন ও মাঠ দিবসের আয়োজন করা।
-
প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে লিফলেট তৈরি ও কৃষকদের মাঝে বিতরণ করা।
-
উফশী জাত উন্নয়নের লক্ষ্যে ব্রি’র সদর দপ্তর হতে প্রেরিত পরীক্ষণ বা টায়াল স্থাপন।
-
৮টি গবেষণা পত্র বিভিন্ন জার্নালে প্রকাশ করা হয়েছে।
-
ব্রি সদর দপ্তর কর্তৃক প্রেরিত বিভিন্ন গবেষণা ও কর্মৃসূচি বাস্তবায়ন করা।