নিম্ন ও নিম্ন মধ্যম গঙ্গা-প্লাবন ভূমি এলাকার উপযোগী গভীর পানির ধান এবং ধানের শস্য বিন্যাসের উন্নয়নের লক্ষ্যে ব্রি আঞ্চলিক কার্যালয়, ভাংগা, ফরিদপুর ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। এ কার্যালয়ের আওতাধীন মোট জমির পরিমাণ ১০.২৮ হেক্টর যার ৮.১৯ হেক্টর জমি গবেষণা ও বীজ উৎপাদনে ব্যবহৃত হয়। এর খামারটি নিম্নভূমি এলাকার অন্তর্গত, বর্ষাকালে যার পানির গভীরতা হয় প্রায় ২.০ মিটার। খামারের মাটি পলি এটেল-দোঁআশ প্রকৃতির। জৈব পদার্থ সমৃদ্ধ এবং উপযুক্ত যত্ন ও পরিচর্যায় ধানের জাতীয় গড় ফলন অপেক্ষা অধিকতর উৎপাদনক্ষম।
ভাঙ্গা আঞ্চলিক কার্যালয় প্রধানসহ বিজ্ঞানী ও কর্মকর্তা